গ্রন্থ ও নিবন্ধ রচনা

দ্বীন সম্পর্কে বিস্তর জ্ঞানার্জনের জন্য ধর্মীয় বইপত্র এবং কিতাবাদির বিকল্প নেই।
যারা দ্বীন সম্পর্কে অজ্ঞ তাদের দাওয়াত কিংবা বয়ানের মাধ্যমে দীনের সাথে পরিচিত করে তোলা সম্ভব।
কিন্তু শাখা-প্রশাখাগত জ্ঞান এবং খুঁটিনাটি তথ্যাদির জন্য বই-পুস্তকের প্রয়োজন অনস্বীকার্য।
তেমনিভাবে ভ্রান্ত মতবাদ এবং বিদ‘আত ও কুসংস্কারের মূলোৎপাটনেও বিশদ দলীল-প্রমাণের উপস্থাপন জরুরি।
তাই অত্যধিক কর্মব্যস্ততার এ যুগে দীনের দা‘ঈগণ দাওয়াত এবং বয়ানের পাশাপাশি বইপত্র রচনায়ও মনযোগী হয়ে থাকেন।
যাপিত জীবনের প্রতিটি বাঁকে দ্বীনের যেসব গুরুত্বপূর্ণ বিষয়ের ইলম অর্জন করা ফরযে আইন, সে সব বিষয়েই হযরত মুফতী সাহেব দা.বা. সাবলীল ভাষায় বিশ্লেষণী গ্রন্থাদি রচনা করেছেন।
ঈমান-আকীদা, ইবাদত-বন্দেগী, সুন্নত-বিদ‘আত, মু‘আমালাত-মু‘আশারাত, বাতিল মতবাদসহ সব বিষয়েই তাঁর লিখনী নিরবিচ্ছিন্ন অবদান রেখে চলেছে।
হযরত মুফতী সাহেব দা.বা. এর সূক্ষ্মদৃষ্টি, নিগূঢ় বিশ্লেষণ এবং ভাষা ব্যবহারে সচেতনতার কারণে এসব বই-পুস্তকের মাধ্যমে সাধারণ শিক্ষিত দ্বীনদার জনসাধারণ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন।
হযরত মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. রচিত বই-পুস্তকের মধ্যে উল্লেখযোগ্য হলো-
◦ কিতাবুল ঈমান
◦ ফাতাওয়ায়ে রাহমানিয়া
◦ ইসলামী যিন্দেগী
◦ আমালুস সুন্নাহ
◦ কিতাবুস সুন্নাহ
◦ ইশা‘আতুস সুন্নাহ
◦ মাযহাব ও তাকলীদ
◦ তুহফাতুল হাদীস
◦ সন্তানের শ্রেষ্ঠ উপহার
◦ ইসলামী বিবাহ
◦ মালফুযাতে মুজাদ্দিদে দীন
◦ নবীজীর সুন্নাত
◦ মাসনূন দু‘আ ও দরূদ
◦ নামায শিক্ষা
◦ জীবনের শেষদিন
◦ তাবলীগ কি ও কেন
◦ সান্তনা ও পুরস্কার
◦ সম্মিলিত মুনাজাত, ইত্যাদি।
এছাড়াও হযরত মুফতী সাহেব দা.বা. বিভিন্ন পত্রিকা-সাময়িকীতে প্রবন্ধ-নিবন্ধ এবং ধারাবাহিক কলাম লিখে থাকেন।
বিভিন্ন সময়ে মাসিক হক পয়গাম ও মাসিক রাহমানী পয়গামে (প্রতিষ্ঠাকাল থেকে ২০০১ ইং পর্যন্ত), মাসিক আদর্শ নারী, আল-আবরার, আল-জামি‘আ এবং দ্বিমাসিক রাবেতা’য় তাঁর বহু কলাম ও নিবন্ধ প্রকাশিত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন