ধৈর্যের অবিচল প্রতিমূর্তি

হযরত মুফতী সাহেব দা.বা. একেবারেই নরম, ঠান্ডা মেজাজের মানুষ।
ঘনিষ্ঠজনরা ব্যক্তিগত কারণে তাঁর রাগান্বিত হবার ঘটনা স্মরণ করতে পারেন না।
আসলে তিনি খুব সহজে কারো সাথে রাগান্বিত হন না।
আবার কারো প্রতি নারাজ হলেও মাফ চাইলেই ক্ষমা করে দেন, সেটা আর দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখেন না।
এ থেকে বোঝা যায়, উদারচিত্ত এ মানুষটির কোনরূপ ব্যক্তিগত অসহিষ্ণুতা নেই।
তিনি কারো ওপর রাগান্বিত হলে সেটা তার ইসলাহ ও সংশোধনের জন্যই হয়ে থাকে। তাই মাফ চাওয়ার পর কারো প্রতি তাঁর অসন্তোষ বাকী থাকে না।
হযরত মুফতী সাহেব দা.বা. ধৈর্য এবং সহনশীলতার মূর্তপ্রতীক।
সহিষ্ণু এ মানুষটির নিত্যকার ওঠাবসা-চলাফেরায় প্রশান্তি যেন বিমূর্তরূপে ফুটে ওঠে।
দু’একটি বিবরণীতে পাঠক তার কিছুটা অনুমান করতে পারবেন।
হযরত মুফতী সাহেব দা.বা. এর প্রাণপ্রিয় জামি‘আ রাহমানিয়ার ভবন আক্রান্ত হবার দিন তিনি মাদরাসায়ই ছিলেন।
যারা তাঁকে সেদিন দেখেছে তাদের মতে, সেদিন উদ্বেগ-আতঙ্কের কোনো চিহ্নই তাঁর মধ্যে ছিলো না।
মনে হচ্ছিল, যেন তিনি এইমাত্র ঘুম থেকে উঠে এলেন।
তদুপরি প্রাণপ্রিয় উস্তাদ শাইখুল হাদীস সাহেব রহ. থেকে যুক্তিসংগত কারণে বিচ্ছিন্ন হবার পর অনবরত নিন্দুকগোষ্ঠীর তীব্র বিষবাণে জর্জরিত হয়েছেন।
পত্রপত্রিকায় তাঁর নামে আক্রমণাত্মক ভাষায় অসত্য অপবাদ ছাপানো হয়েছে।
এমনকি এই অপপ্রচারের ফলে সারাদেশের সকল উলামায়ে কেরাম তাঁকে ভুল বুঝেছেন। কিন্তু এতদসত্ত্বেও দেশ-বিদেশ থেকে আসা শত-শত চাপ উপেক্ষা করে তিনি ন্যায় এবং হকের ওপর সর্বদা অবিচল ছিলেন।
গত ২৮শে রমজান হযরত মুফতী সাহেব দা.বা. এর কলিজার টুকরা বড় পুত্র দুর্বৃত্তের প্রাণঘাতী বুলেটে শাহাদাত বরণ করেন।
পুত্রশোকের জগদ্দল পাথর বুকে নিয়েও তিনি ছিলেন ধৈর্যের অটল পর্বততুল্য।
এ সময়টিতে মুনাজাতে তাঁর কণ্ঠে আবেগের একটু কম্পনও অনুভূত হয়নি।
নির্বিকার কণ্ঠে শুধু এটুকুই বলে গেছেন, ‘আল্লাহ! তুমি যে আমার সন্তানটাকে নিয়ে গেছো এতে আমার কোনো অভিযোগ নেই’।
উপরন্তু এই ট্রাজেডির মাত্র ৪-৫ দিন পরই পূর্বনির্ধারিত খুলনা-সাতক্ষীরা জেলার দীর্ঘ সফরে রওনা হন।
পুত্রশোকের অজুহাতে এই সফরে তিনি পূর্বনির্ধারিত কোনো সূচিতে সামান্যও পরিবর্তন করেননি।
এমনকি এই সফরের সূচিতে পরিবর্তন আনার অনুরোধ করা হলে তিনি বলেছিলেন, এভাবে একের পর এক হালাত এবং অবস্থার পরিবর্তন হতেই থাকবে।
কিন্তু এর কারণে দ্বীনের কাজ বন্ধ করা যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন