সুন্নতের জীবন্ত নমুনা

হযরত মুফতী মনসূরুল হক সাহেব দা.বা. এর প্রত্যেক বয়ানেই সুন্নতে নববী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনায় আসে।
বিশেষত নামাযের বিভিন্ন সুন্নত তিনি নিজে হাতে-কলমে দেখিয়ে দেন।
এমনকি কখনো একজনকে মঞ্চেই দাঁড় করিয়ে তার মাধ্যমে নামাযের বিভিন্ন ভুল দেখিয়ে সহীহ তরীকাও উপস্থাপন করেন।
একারণে হযরত মুফতী সাহেব দা.বা. এর বয়ান থেকে সকলে সুন্নতে নববীর দাওয়াত লাভের সাথে সুন্নতের ওপর আমলের বাস্তব প্রশিক্ষণও লাভ করেন।
শুধু শিক্ষাদানই নয়; হযরত মুফতী সাহেব দা.বা. প্রাত্যহিক সব কাজ-কর্মে সুন্নতে নববীর একনিষ্ঠ অনুসরণ করেন।
খাওয়া-দাওয়া, ঘুমানো, পোশাকাদি পরিধান করাসহ প্রতিটি উঠাবসায় সুন্নতের প্রতি তাঁর আন্তরিক টান প্রত্যেক অনুরক্তকেই অভিভূত করে।
সুন্নতের গন্ডির বাইরে তাঁর একটা কদমও যায় না।
তাঁর সংস্পর্শে এসে যে কেউ অতি সহজেই নিজের জীবনকে সুন্নতের ছাঁচে ঢেলে সাজাতে পারে।
এ প্রসঙ্গে ওয়াকিফহাল মহলের মন্তব্য হলো, সুন্নতের ওপর তাঁর সার্বক্ষণিক আমল এবং মজবুতী আছে বলেই পাঠক ও শ্রোতাদের মাঝে তাঁর সুন্নতের দাওয়াত অসামান্য প্রভাব ফেলে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন