মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনা

এ কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, এ যুগে ইসলাম এবং উম্মতে মুসলিমাহ’র অস্তিত্ব অনেকাংশেই দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান তথা কওমী মাদরাসা সমূহের উপর নির্ভরশীল।
এই ধর্মীয় বিদ্যাপীঠগুলো মূলত পৃথিবীর বুকে দ্বীন ইসলামের জন্য ‘পাওয়ার হাউজ’ স্বরূপ। জাতির শ্রেষ্ঠ সন্তান তৈরির এই কর্মশালাগুলোই আজকের দিনে ভূপৃষ্ঠের যাবতীয় ন্যায়চিন্তা এবং উত্তম আদর্শের সূতিকাগার। তাই নিঃসন্দেহে বলা যায় যে, দ্বীনের রক্ষাকল্পে মাদরাসা প্রতিষ্ঠা এবং এর রক্ষণাবেক্ষণই সর্বাধিক গুরুত্বপূর্ণ ও কার্যকর দ্বীনী খিদমত।
হযরত মুফতী সাহেব দা.বা. দীনের এই মহান খিদমত থেকেও পিছপা থাকেননি।
বর্তমানে তিনি ঢাকার উত্তরা দারুল উলূম এবং মুন্সীগঞ্জ সদরের মাদরাসায়ে রাহমানিয়ার মুহতামিম।
এ ছাড়া খুলনার পাইকগাছা ও কয়রা, ফরিদপুরের নগরকান্দা, সাতক্ষীরা, যশোর, লালমনিরহাট, পঞ্চগড়, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নিজ উদ্যোগে কয়েকটি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।
আর ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, কুমিল্লা, খুলনা, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলার প্রায় অর্ধশতাধিক মাদরাসা সরাসরি তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন