ইন্টারনেটে ‘দারসে মানসূর’

অবাধ তথ্যপ্রযুক্তির এ যুগে গতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে দ্বীনের দা‘ঈগণের জন্য অনলাইনে অংশগ্রহণও অপরিহার্য হয়ে দেখা দিয়েছে।
সীমাহীন কর্মব্যস্ততার এ যামানায় শহরের মানুষের জন্য বাড়ির পাশে মাদরাসার মাহফিলে শরীক হওয়া কিংবা লাইব্রেরী থেকে দু’টো বই খরিদ করে টেবিলে রাখা ক্লান্তিকর।
বরং হাতের আইপ্যাড বা ট্যাবে কিছু বাটন চেপে সুনির্দিষ্ট লিংকে প্রবেশ করা মানুষের জন্য অনেক বেশি সহজ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ।
তাই দ্বীনের দা‘ঈগণ সামাজিকভাবে জনপ্রিয় ইন্টারনেট-মাধ্যমকেও দ্বীনের খিদমতে ব্যবহার করছেন।
সেই ধারাবাহিকতায় হযরত মুফতী সাহেব দা.বা. এই মিডিয়ায়ও জোরকদমে এগিয়ে এসেছেন।
‘‘দারসে মানসূর.কম‘‘
( www.darsemansoor.com )  নামে ওয়েবসাইট গড়ে তুলে অন্তর্জালে ছড়িয়ে দিচ্ছেন তিনি হেদায়াতের আলোকবার্তা।
কর্মব্যস্ত মানুষের সহজলভ্য এই জ্ঞানমাধ্যমে অংশগ্রহণ তাঁকে দ্বীনপিপাসী জনসাধারণের আরো নিকটতর করেছে।
তাঁর খিদমতের পরিধি বেড়ে দেশ ছাড়িয়ে বিদেশের প্রবাসী বাংলাভাষীদেরও উপকৃত করছে।
হযরত মুফতী সাহেব দা.বা. এর প্রতি জুমু‘আর বয়ান এই ওয়েবসাইটে আপলোড করা হয়।
এমনিভাবে জুমু‘আর বয়ান ছাড়াও অন্যান্য প্রোগ্রামের বয়ানও এখানে দেয়া হয়।
বয়ান হওয়ার পর পরই ওয়েবপেজে তা পাওয়া যায়।
তারিখ ভিত্তিক বয়ানের বিন্যাস ছাড়াও এখানে বিষয়ভিত্তিক বয়ানের বিশাল সংগ্রহ আছে।
কোনো সুনির্দিষ্ট বিষয়ে হযরত মুফতী সাহেব দা.বা. এর বয়ান পেতে চাইলে এখান থেকে শোনার এবং ডাউনলোড করারও ব্যবস্থা আছে।
হযরত মুফতী সাহেব দা.বা. এর অধিকাংশ বইয়ের পিডিএফ কপিও এখানে সংরক্ষিত আছে।
এগুলোর জন্যও ওয়েবপেজ থেকে সরাসরি পড়া এবং ডাউনলোড করা- উভয় অপশনই আছে।
এছাড়া কোনো মাসআলা জানতে চাইলে কিংবা দ্বীনী পরামর্শ পেতে চাইলে তার জন্যও সুনির্দিষ্ট ব্যবস্থা রয়েছে এবং ই-মেইল অ্যাড্রেসও দেয়া আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন