ইসলাহে নফস তথা আত্মশুদ্ধির মেহনত

শাইখুল হাদীস হযরতুল আল্লাম মুফতী মনসূরুল হক সাহেব দা. বা. হারদুঈর হযরত মুহিউস সুন্নাহ মুজাদ্দিদে-দীন মাওলানা শাহ আবরারুল হক রহ. এর জীবদ্দশায় তাঁর সাথে ইসলাহী সম্পর্ক স্থাপন করেছিলেন।
পরবর্তীতে তিনি শাইখের অনুমতিপ্রাপ্ত হয়ে তাঁর হুকুমে মানুষের আত্মিক ও আধ্যাত্মিক উৎকর্ষের মেহনত শুরু করেন।
তিনি হারদুঈর হযরত রহ. এর বাংলাদেশী শীর্ষস্থানীয় খলীফাদের অন্যতম।
হযরত মুফতী সাহেব দা.বা. মূলত চিঠিপত্রের মাধ্যমে মানুষের আত্মিক রোগের চিকিৎসা করে থাকেন।
তাঁর সাথে ইসলাহী সম্পর্কে আবদ্ধগণ প্রতি মাসে অন্তত একবার চিঠির মাধ্যমে নিজ অবস্থা সম্পর্কে অবগতি দিয়ে তাঁর কাছ থেকে ইসলাহী পরামর্শ লাভ করেন।
এভাবে তিনি কুদৃষ্টি, ক্রোধ, হিংসা, লোভ, অহংকারসহ যাবতীয় আত্মিক রোগে ভুক্তভোগীদের রোগমুক্ত করে তাদেরকে আল্লাহওয়ালা বানানোর মহান খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন